জাতীয়সবস্বাস্থ্য

“পরীক্ষায়” ভালো নম্বর পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় , দাবি জাহিদ মালেক, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী

ভালো নম্বর পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

শেয়ার করুনঃ

করোনায় চিকিৎসকদের সুরক্ষা সামগ্রীর স্বল্পতা ও নমুনা পরীক্ষার কিট সংকটসহ স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা সমন্বয়হীনতার বিষয়গুলো সমালোচনায় থাকলেও দেশে করোনা সংক্রমণে মৃত্যুর হার কম থাকার ‘পরীক্ষায়’ স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নম্বর পেয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাহিদ মালেক এ দাবি করেন।

our bangladesh news24

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা পাঁচ মাস ধরে দেশের কোভিড রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমাদের এখন মৃত্যুর হার পৃথিবীর মধ্যে ঘনবসতি যেসব দেশ আছে, তারমধ্যে সবচেয়ে কম কম; ১ দশমিক ২৬ শতাংশ। আরও ভালো সংবাদ হলো যে আমাদের হাসপাতালের বেডে রোগীর সংখ্যা, বিশেষ করে ঢাকা শহরে অর্ধেকে নেমে গেছে। ঢাকা শহরের হাসপাতালে তিন হাজারের অধিক বেড খালি আছে। আমরা আরও দুই হাজার ডাক্তার, তিন হাজার টেকনেশিয়ান নিয়োগের কাজ করছি।

মন্ত্রী বলেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যাতে আরও ভালো হয় এবং আরও ভালোভাবে কাজ করতে পারে, সেজন্য টেকনিক্যাল কমিটি বিভিন্ন দিক দেখবে এবং পরামর্শ ও কিছু কিছু নিয়ন্ত্রণও তারা করবে। সেটা অলরেডি আমরা গঠন করেছি। আমরা চাই এখানে সুষ্ঠু পরিচালনা হোক, মানুষ সেবা পাক।


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button