
ধোঁয়াশা কেটে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল আয়োজনের । আপত্তি ছিল দিনক্ষণ নিয়ে টিভি সম্প্রচার সংস্থার। তাদের আবেদন অনুযায়ী বিসিসিআই সময়সীমা বাড়াচ্ছ । তাই এক সপ্তাহ এগিয়ে শুরু হতে যাচ্ছে। এবারের আইপিএল ২৬ সেপ্টেম্বরের পরিবর্তে শুরু হবে ১৯ সেপ্টেম্বর।৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল |
করোনা পরিস্থিতিতে এ বছর টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয় ভারতের মাটিতে , তাই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে টুর্নামেন্ট করার কথা ভাবছেন ভারতীয় ক্রিকেট বোর্ড।
এদিকে দুটি মাঠের ব্যবস্থা করা হচ্ছে দুবাইতে, ফ্র্যাঞ্চাইজি অনুশীলনের জন্য । বোর্ডের পক্ষ থেকে দুটি মাঠ ভাড়া নেয়া হচ্ছে।আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো সেই মাঠেই অনুশীলন করবে। আগামী ২০ আগস্টের মধ্যে ফ্র্যাঞ্চাইজি গুলো তাদের ক্যাম্প শুরু করে দেবে বলে জানা গেসে
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি চলতি সপ্তাহে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে দেয় । কয়েকদিনের মধ্যেই আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে বসার কথা রয়েছে এখন শুধু আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণার অপেক্ষা।