আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আঘাত হেনেছে হারিকেন ‘হানা’

হারিকেন ‘হানা’

শেয়ার করুনঃ

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে হারিকেন “হানা”। এর কারণে টেক্সাস রাজ্যে  ভারী জলোচ্ছ্বাস, প্রবল বেগে বাতাস ও ভারি বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির আবহাওয়াবিদরা। ঘণ্টায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া হারিকেন ‘হানা’ বসত ঘরের ছাউনি উড়িয়ে নিয়ে যাচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অঞ্চলটিতে প্রাণঘাতী জলোচ্ছ্বাস, হারিকেন “হানার” প্রভাবে প্রবল বাতাস ও ভারি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির উর্দতন কর্মকর্তারা

শনিবার  টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট  দক্ষিণাঞ্চলের ৩২টি কাউন্টিতে দুর্যোগের ঘোষণা দিয়েছেন ।তিনি আরো মন্তব্য করে বলেছেন  মহামারী করোনার প্রাদুর্ভাবের কারণে  রুরি বিভাগের কাজে জটিলতা দেখা দিতে পারে ।এটি রাজ্যের সবচেয়ে বেশি কোভিড_১৯ আক্রান্ত একটি এলাকার উপর তাণ্ডব চালাচ্ছে।

এখন এক মাত্রার হারিকেনের পর্যায়ে আছে হারিকেন “হানা” পাঁচ ধাপের সাফির_সিম্পসন স্কেলের এটি সবচেয়ে কম মাত্রা।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) সতর্ক করে বলেছে, টেক্সাস রাজ্যের দক্ষিণাঞ্চলে  প্রাণঘাতী জলোচ্ছ্বাস অব্যাহত থাকতে পারে। ওই এলাকার সকল বাসিন্দাদের জরুরি বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার

করোনা মহামারী প্রতিরূদে হিমশিম খাচ্ছে টেক্সাস অঞ্চল , তার পাশাপাশি আবার হারিকেন “হানার” দুর্যোগ উপস্থিত হলো। এ পর্যন্ত অঞ্চলটিতে ৩ লাখ ৮০ হাজারেরও বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে মারা গেছে প্রায় ৫ হাজার জন

এদিকে ঝড়ের তাণ্ডবে প্রচুর ক্ষয়ক্ষতি আসংখ্যা করছেন (এনএইচসি), প্রবল বৃষ্টিপাতে বন্যা ও বিপজ্জনক উঁচু ঢেউয়ের সতর্কর্তা জারি করেছে ন্যাশনাল হারিকেন সেন্টার। প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া হারিকেন “হানা” ঘণ্টায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে হাওয়াই দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে বলেও জানিয়েছে এনএইচসি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড তার একটি টুইট বার্তায় জানিয়েছেন যে, প্রশাসন গভীরভাবে এই হারিকেনটিকে পর্যবেক্ষণ করছে। ঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে টেক্সাস অঞ্চল টির সকল বাসিন্দাদের জরুরী উপদেশ মেনে চলার কথা বলেছেন।


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button