
দেশে জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশের সব ইউনিটকে সতর্ক করে দেশব্যাপী কড়া নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। এই বিষয়ে সদর দপ্তর থেকে একটি চিঠি পুলিশের সব ইউনিটতে পাঠানো হয়েছে।
আগস্ট মাস ও পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দেশজুড়ে যথাযথ নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ বাহিনী। দেশের বিভিন্ন স্থানের উপাসনালয়গুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।
আজ সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি দায়িত্বশীল মহল বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি অপারেশনস-১) সাইদ তারিকুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠির মাধ্যমে বিষয়টি পুলিশের সব ইউনিটকে জানানো হয়েছে।
আইনশৃঙ্খলাবাহিনী বলছে, বিমানবন্দর, দূতাবাস বিশেষ করে যুক্তরাষ্ট্র, ভারত, মিয়ানমারের দূতাবাস ভবন বা বিশেষ ব্যক্তি অথবা শিয়া-আহমদিয়া উপাসনালয়, মাজার কেন্দ্রিক মসজিদ, চার্চ, প্যাগোডা, মন্দির টার্গেট করা হতে পারে।
চিঠিতে সুপারিশ হিসেবে উগ্রপন্থি বা তাদের সংগঠনের ওপর নজরদারি বৃদ্ধি, পুলিশের সবাইকে ব্যক্তিগত নিরাপত্তা বজায় রাখার কথা বলা হয়েছে, পুলিশের গাড়ি-স্থাপনা খালি বা পরিত্যক্তভাবে যেখানে সেখানে ফেলে না রাখা, পুলিশের ভবনগুলোতে প্রবেশের সময় কঠোর নিরাপত্তা ও পরিচয় নিশ্চিত করা, চেকপোস্টে তল্লাশি বাড়ানো, সন্দেহ হলে ব্যাগ-দেহ তল্লাশি করা, সন্দেহজনক এলাকায় ব্লক রেইড করতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনাও দেওয়া হয়েছে।
কাউন্টার টেররিজমের ইউনিট প্রধান মনিরুল ইসলাম আরো বলেন, এসব উৎসবের সময়ে জঙ্গিরা বেশি আগ্রাসী হয়ে ওঠে। তাই আমরা বাড়তি সতর্কতা হিসেবে প্রস্তুতি নিয়ে রাখছি।