অর্থনী‌তিসারা দেশ

ক্রেতা শূন্য পশুর হাট

শেয়ার করুনঃ

ঈদুল আজহার মাত্র তিনদিন বাকি থাকলেও ক্রেতা শূন্য রাজধানীর বেশিরভাগ কোরবানির পশুর হাট। এতে অনেকটাই দুশ্চিন্তায় রয়েছেন খামারী ও ব্যবসায়ীরা।

আদৌ হাট জমবে কিনা, ক্রেতারা আসবে কিনা- এ ধরণের নানা চিন্তা পেয়ে বসেছে তাদের। এছাড়া করোনা পরিস্থিতিতে তারা লাভবান হতে পারবেন কিনা- সে চিন্তাও মাথায় ঘুরপাক খাচ্ছে। সব মিলিয়ে দুশ্চিন্তা পিছু ছাড়ছে না খামারি ও পশু ব্যবসায়ীদের।

গরু ব্যবসায়ী আনিস বলেন, তার কোরবানিযোগ্য ১০টি গরু রয়েছে। কিন্তু করোনার পরিস্থিতির কারণে এবার গরু কেনায় আগ্রহী কোনো ব্যাপারির দেখা পাওয়া যাচ্ছে না। এতে করে পশুর হাটে ক্রেতার অভাবে দাম পড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

এছাড়া অনেক গরু ব্যবসায়ী বলেন, হাটে গরু নিয়ে এসেছি; কিন্তু ক্রেতারা যে দাম বলতেছে তা গরু বিক্রি করার মতো না।

তাছাড়া জায়গার অভাব না থাকলেও করোনার কারণে এবার পশুর সংখ্যা অনেকটাই কম রাজধানীর পশুর হাটগুলোতে।


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button