সবসারা দেশ

মানিকগঞ্জের সাত উপজেলার সল্প আয়ের মানুষের ভরসা এখন ভেলা

স্টাফ রিপোর্টার: মো: সুজন ইসলাম

শেয়ার করুনঃ

মানিকগঞ্জের বন্যার্ত বহু মানুষের ভরসা কলার ভেলা। যোগাযোগের কাজ সারছেন কলার ভেলার উপর। পর্যাপ্ত কলাগাছ না থাকায় ভেলাও তৈরি করতে পারছেন না অনেকেই। গত ২২ দিনের বন্যার পানিতে ভাসছে মানিকগঞ্জ জেলার ৬৫ ইউনিয়নের ১৬শত ৬৮ গ্রাম। এসব এলাকার অল্প কিছু সংখ্যক মানুষ বন্যা আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিলেও বাকীরা রয়েছেন ঘরে মাচা বেঁধে। অথবা পাশ্ববর্তী উচুঁ স্থানে। এই সুযোগটুকুও যাদের নেই তাদের যোগাযোগের প্রধান ভরসাই এখন কলার ভেলা।

যাদের একটু সাধ্য আছে তারা ডিঙি নৌকা সংগ্রহ করলেও অভাবী মানুষ কলার গাছের ভেলা তৈরি করে সারছেন তাদের যাবতীয় কাজ-কর্ম। অনেক এলাকায় কলা গাছের সংকট দেখা দিয়েছে। এই সুযোগে অনেকে চড়া দামে বিক্রি করছেন কলা গাছ।


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button