
বিকাশ অ্যাকাউন্ট থাকলেই বাংলাদেশ ব্যাংক বোনাস হিসেবে ৪০০০ টাকা দিচ্ছে বলে যে খবর ছড়ানো হচ্ছে তা সত্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কয়েকটি ফেসবুক প্রোফাইলে বাংলাদেশ ব্যাংক ও বিকাশের লোগো ব্যবহার করে এসব প্রচারণা চালানো হচ্ছে।
এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদে সাধারণ মানুষ কে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে সোমবার (২৭ জুলাই) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়,সামাজিক যুগাযুগ মাধ্যম ব্যবহার করে কিছু ফেসবুক পেজে বিকাশ ওয়েব এড্ড্রেসের লিংক উল্লেখ করে প্রচার করা হচ্ছে যে, বাংলাদেশ ব্যাংক প্রত্যেক বিকাশ একাউন্টে আসন্ন ঈদ উপলক্ষে ৪ হাজার টাকা করে বোনাস দিচ্ছে। উক্ত পোস্টে বাংলাদেশ ব্যাংক ও বিকাশের লোগো ব্যবহার করা হচ্ছে। এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এ ধরনের ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্ব সাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আওয়ার বাংলাদেশ নিউস ২৪