
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) এক পূর্বাভাসে বলেছে, সারাদেশে সকাল ৯টা থেকে শুরু হওয়া বৃষ্টি অথবা বজ্রপাত আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস সূত্রে আরো জানা যায় যে জানায়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টি, অস্থায়ী দমকা বাতাসের সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অফিস আরও জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপরে মোটামুটি সক্রিয়
এদিকে ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন ঘর থেকে বের হওয়া মানুষ।বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাজধানীর বেশ কিছু এলাক।এতে ভোগান্তি বেড়েছে অসহায় মানুষের। বিশেষ করে অফিসগামী মানুষের ভোগান্তি পৌঁছেছে চরমে।অলিগলিতে হাঁটুপানি জমে থাকায় কোথাও কোথাও ঘরবন্দি হয়ে পড়েছেন মানুষ।
আওয়ার বাংলাদেশ নিউস ২৪