
কোভিড নাইনটিন আক্রান্ত হয়ে দেশে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৩ হাজার ৮৩ জনের প্রাণহানি হলো বাংলাদেশে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, নতুন শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৯৫ জন।
১২ হাজার ৯৩৭টি নমুনা পরীক্ষা করে এই তথ্য জানানো হয়। সবমিলে ১১ লাখ ৬৪ হাজার ১৯৫টি নমুনা পরীক্ষা করে ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জনের নমুনায় কোভিডের উপস্থিতি পাওয়া গেলো।
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, দেশে মৃত্যুর হার ১ দশমিক তিন এক শতাংশ। সবশেষ যে ৪৮ জন মারা গেছে তাদের ৩৬ জন পুরুষ আর ১২ জন নারী। এদের বেশিরভাগই হাসপাতালে মারা গেছেন।
ড. নাসিমা সুলতানা ব্রিফিংয়ে বলেন, কোরবানির কাজে যারা অংশ নেবেন তাদের স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে।
এদিকে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ বৃহস্পতিবার বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ৭০ হাজার ৪৫৪ জনে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আওয়ার বাংলাদেশ নিউস ২৪