আন্তর্জাতিকজাতীয়

আফগানিস্তানে বোমা হামলা, নিহত ১৭

শেয়ার করুনঃ

পবিত্র ঈদুল আজহার মধ্যেই আফগানিস্তানে লগার প্রদেশে ভয়াবহ বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। হামলার দায় অস্বীকরেছে দেশটির সশস্ত্র তালেবান গোষ্ঠী। তবে অন্য কোন জঙ্গি সংগঠনের পক্ষ থেকে শক্তিশালী হামলার দায় স্বীকার করা হয়নি।

ঈদ উল আজহা উপলক্ষে তালেবান ও আফগান সরকারের মধ্যকার সাময়িক অস্ত্রবিরতি কার্যকরের ঠিক আগ মুহুর্তে এই নৃশংস হামলা হয়। শুক্রবার (৩১ জুলাই) থেকে এ অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।

আফগান প্রশাসন জানিয়েছে, লগার গভর্নরের কার্যালয়ের পাশের দোকানে মানুষ যখন ঈদের শেষ কেনাকাটায় ব্যস্ত ছিলেন তখনই বিস্ফোরণ হয়। এসময় আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন সাধারণ মানুষ।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button