
মহামারি করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বৃহস্পতিবার (৩০ জুলাই) বলেছেন, যথার্থ উদ্যোগ নেওয়ার ফলে কোভিড হাসপাতালে এখন ৬০ ভাগ শয্যা খালি পড়ে আছে। আর পরীক্ষা করতে মানুষের অনীহা, বন্যা ও যত্রতত্র লক্ষণবিহীন পরীক্ষা না করায় কবোনাভাইরাস শনাক্তে পরীক্ষা কিছুটা কমে থাকতে পারে বলে মনে করেন তিনি।
হাসপাতালে কোভিড-১৯ রোগী সংখ্যা কম থাকা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘কোভিড-১৯ মোকাবিলায় সরকার দ্রুত কিছু উদ্যোগ নিতে সক্ষম হয়েছে। প্রথমদিকে কেবলমাত্র ঢাকা মেডিকেল কলেজে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু ছিল। এখন জেলা শহরেও সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু করাসহ প্রায় ৭০টি হাসপাতাল সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা করা হচ্ছে। আমাদের টেলি মেডিসিন ব্যবস্থার মাধ্যমে শত শত চিকিৎসক অনলাইনে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। পাশাপাশি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী নতুন কিছু কার্যকরী চিকিৎসা সেবা কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে দেয়া হচ্ছে। এর ফলে, দেশে ধীরে ধীরে আক্রান্তের হার কমতে শুরু করেছে।
নমুনা পরীক্ষার সংখ্যা কমে যাওয়া নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পরীক্ষা করতে মানুষের অনীহা, বন্যার দুর্যোগ ও যত্রতত্র লক্ষণবিহীন পরীক্ষা না করতেই সংখ্যা কিছুটা কম থাকতে পারে।
স্বাস্থ্যমন্ত্রী চুক্তিকৃত দপ্তর প্রধানদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাইডলাইন অনুযায়ী স্বচ্ছতা ও দক্ষতার সাথে কাজ করার আহ্বান জানান।-বাসস
আওয়ার বাংলাদেশ নিউস ২৪