তৃতীয় লিঙ্গের হিজরা সম্প্রদায়ের চাপে ভোগান্তিতে পড়েছে সাধারন যাএীগন।
রিপোর্টারঃ এইচ এম মনির।

সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারী করোনাভাইরাস ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে।
পাশাপাশি বন্যা পরস্থিতিও বাংলাদেশের প্রায় সর্বএ এলাকা প্লাবিত হয়েছে। ফলে সারাদেশের সর্বস্তরের মানুষের অর্থনীতিতে চরম বিপর্যয় নেমে এসেছে। মানুষের মাথাপিছু আয় কমে গেসে।
এরই মাঝে ঢাকা – আরিচা মহাসড়কে যান-বাহন তথা গন-পরিবহন চলাচলে যাএীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বাসের কর্তৃপক্ষ।
অন্যদিকে মানিকগঞ্জ টু পাটুরিয়া রুটে বরংগাইল হাইওয়ে বাসস্ট্যান্ড হতে হিজরাদের উৎপাত বেড়ে চরম পর্যায় পৌছে গেছে, তাদের এই উৎপাতের শিকার হয়েছেন প্রয়োজনের তাগিদে দূরদূরান্তে যাতায়াতরত বাসে আরোহী সাধারণ যাত্রীগণ।
তৃতীয় লিঙ্গের এসব জনগোষ্ঠীর মানুষ প্রতিনিয়ত বরংগাইল হাইওয়ে বাসস্টান্ড থেকে বাসে উঠে যাএীদের কাছ থেকে প্রতিনিয়ত সকাল বিকাল টাকা তুলছে। দেখা গেছে এক যাত্রীর কাছে থেকে হিজরারা একাধিকবার টাকা দাবী করছে।বাসের যাত্রী সাধারণ তাদের চাহিত টাকা প্রদান না করিলে যাএীদের সাথে মারাত্মক ভাবে অ-শুদ্ধ ভাষায় ও বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে টাকা আদায় এমনকি কতিপয় সচেতন নাগরিকের সাথে টাকা দেওয়া না দেওয়া নিয়ে তর্কা-তর্কির মাধ্যমে সম্মানিত সচেতন মানুষদের মানহানি করছে। ফলে মান সম্মান ও লজ্জার ভয়ে যাএীরা তাদের চাহিত টাকা দিতে বাধ্য হচ্ছে।
এই তৃতীয় লীঙ্গ হিজরা জনগোষ্ঠীর জোর পূর্বক টাকা আদায় নিয়ে বিব্রতকর অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন তথা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা করছেন ঢাকা আরিচা মহাসড়কের ভুক্তভুগী সাধারণ যাত্রী।