
আসিতাছে ৭তারিখ শুক্রবার সন্ধ্যা ৭টায়, আমি পাগল, এই গানটি নিয়ে আসছে, সংগীতে নতুন মুখ, নতুন সুর, শিল্পী কিশোর বাচ্চু এটা তার দ্বিতীয় গান, এর আগে একটা গান ছিলো, আমার দুঃখ গুলা এই গানটি তে তিনি অনেক ভালো সুনাম করেছেন, আর নিজের ইউটিউব চ্যানেলে গানটি পাবলিষ্ট্র করেছিলো
এখন দ্বিতীয় গানটি ভিডিও নিয়ে আসছে ,তার ইউটিউব চ্যানেলে, তার ইউটিউব চ্যানেলে এর নাম কিশোর বাচ্চু ,গানটি সুর করেছেন কিশোর বাচ্চু নিজে , আশাকরি গানটি আপনাদের সবাই অনেক ভালোলাগবে