
করোনা সংক্রমণ ঠেকাতে ৪ মাসের বেশি সময় ধরে বন্ধ কক্সবাজারের সব পর্যটন স্পটসহ সৈকতে দর্শনার্থীদের প্রবেশাধিকার। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে এখন প্রতিদিনই ভিড় করছেন শত শত দর্শনার্থী।
দীর্ঘসময় লকডাউন থাকার পর সৈকতে প্রবেশ করতে এখন ভিড় করছেন পর্যটকসহ স্থানীয় দর্শনার্থীরা। কিন্ত প্রতিটি পয়েন্টে প্রবেশ ঠেকাতে কড়া পাহারা বসিয়েছে ট্যুরিস্ট পুলিশ। তাই পুলিশি বাঁধার মুখে আগতরা ঝাউবিথী কিংবা বালিয়াড়িতে বসে সৈকত দেখছেন। আবার অনেকে লুকিয়ে নেমে পড়ছেন সৈকতে।
করোনা সংক্রমণ ঠেকাতে চলতি বছরের ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে কক্সবাজারের সকল পর্যটন স্পট। জেলার ব্যবসা সমিতির দাবি, গত চার মাসে হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।