রিয়ালের বিদায়, কোয়ার্টারে ম্যান সিটি

রিয়াল মাদ্রিদকে বিদায় করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পা রাখলো ম্যানচেস্টার সিটি।
শুক্রবার রাতে রাফায়েল ভারানের ভুলে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে জিনেদিন জিদানের শিষ্যরা। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে তাদেরকে সমতায় ফেরায় করিম বেনজেমা। কিন্তু শেষরক্ষা হয়নি। ফ্রান্সের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ভারানের আরেকটি ভুলে জয়সূচক গোল পেয়ে যায় ম্যানচেস্টার সিটি।
তবে এটাও ভুলে গেলে চলে না সিটিজেনদের আছে একজন গার্দিওলা। সেই যাই হোক, কার রসদ ভাণ্ডারে কি আছে, তার চেয়েও বড় কথা হলো প্রয়োজনে সেটা কাজ করে কতটুকু! সেখানেই যেন খেই হারালেন ভারানে। ডি বক্সের ভেতরে তার অদ্ভুতুড়ে ভুলের সুযোগ নেয় ম্যান সিটি। ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন রাহিম স্টার্লিং।
রিয়াল মাদ্রিদের জন্য কোয়ার্টার ফাইনালের হিসেব মেলানো তখন আরো কঠিন। সেটা বুঝতে পেরেই কি’না প্রতিপক্ষের রক্ষণে মুহুমুর্হু ছুটলেন হ্যাজার্ড বেনজেমারা। এডারসনের বিশ্বস্ত গ্লাভস দলকে কয়েকবার রক্ষা করলেও, আর পারেনি ২৮ মিনিটে। কারণ রদ্রিগোর বাড়িয়ে দেয়া বল মাথা ছুঁইয়ে এতটাই নিখুঁত ভাবে বেনজেমা গোলে পরিণত করেন যেটা ফেরানো ছিলো অসম্ভব।
তবুও রিয়ালের আস্থার প্রতীক জিনেদিন জিদান চেষ্টা করে গেছেন। কার্ভাহাল, মদ্রিচ, হ্যাজার্ডদের বদলিয়েছেন। কিন্তু বদলাতে পারেননি ম্যাচের ভাগ্য। ফলে এখানেই থামতে হয় তাদের। ততক্ষণে সিটির পরিকল্পনা শুরু হয়ে গেছে কোয়ার্টার ফাইনালে অলিম্পিক লিঁও’কে নিয়ে।