বি‌নোদন

বিয়ে করেছেন না জায়েদ-পপি,বললেন, ‘এসব ফালতু’

শেয়ার করুনঃ

ক দিন ধরে গুজব রটেছে, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বিয়ে করছেন তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি। এরপরেই বিয়ের বিষয় নিয়ে মুখ খুলেছেন পপি। তিনি বলেন, বিয়েটা কে দিল? জায়েদ খানের সঙ্গেই–বা কেন! আমি জোর গলায় বলছি, এসব ফালতু ও ভিত্তিহীন সংবাদ; আমি এখন পর্যন্ত অবিবাহিত।

তিনি আরো বলেন, ‘আসলে প্রথমদিকে আমরা একটা পরিবার হয়েছিলাম। সেখানে জায়েদ খানকে আমরা সাথে রাখছিলাম। কারণ সে ভালো কিছু করার প্রতিশ্রুতি দিয়েছিল। আর এ কারণে আমরা তার সাথে ছিলাম। আমি জায়েদ খানকে সাপোর্ট করেছিলাম। তাই বলে এই নয় যে তার সঙ্গে আমার প্রেম বা বিয়ে করতে হবে।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বাড়িতেই কেটেছে তার আইসোলেশন পর্ব। বর্তমানে সুস্থ হয়েছেন তিনি। আগামী সপ্তাহে করোনা রেজাল্ট পাওয়ার পর ঢাকায় ফিরবেন বলে জানান এই চিত্রনায়িকা।

এর আগে নায়ক শাকিল খানকেও পপি বিয়ে করেছিলেন বলে খবর রটেছিল। সে বিষয়েও কথা বলেন নায়িকা। পপি দাবি করেন, আমি কখনোই এসব নিয়ে কিছু বলিনি। সে (শাকিল খান) হয়তো আমাকে পছন্দ করত, ভালোবাসতো। এটা তার ব্যাপার ছিল। যতবারই আমি নায়কদের হেল্প করতে চেয়েছি, ততবারই বিয়ের খবর ছড়িয়েছে। সমসাময়িকদের মধ্যে আমি অবিবাহিত ছিলাম বলেই শাকিলের সঙ্গে বিয়ের খবর রটেছিল।


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button