জাতীয়সারা দেশ

শোলধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ এখন কচুরিপানা ভরা এক পুকুর।

স্টাফ রিপোর্টার মোঃ শাহীন রেজা

শেয়ার করুনঃ

ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে বন্যা পরিস্থিতির অবনতিতে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্ভোগ বাড়ছে মানুষের। অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে কোনোমতে দিন পার করছেন।

মানিকগঞ্জ ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন ৯ নং ওয়ার্ড-এর একটি স্কুল। শোলধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলের সামনে অবস্থিত একটি ক্লাব ঘর। যার নাম ইয়াং মহামেডান ক্লাব। পাশেই বিশাল এক খেলার মাঠ। কিন্তু এখন মাঠটি দেখলে মনে হবে। কচুরিপানা ভরা একটা পুকুর। আসলে এটা পুকুর নয়। এটাই শোলধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ।

প্রতি বছর বর্ষা এলেই এই খেলার মাঠটি পানিতে ডুবে যায়। মাঠে খেলা থেকে বঞ্চিত হয় অর্ধশতাধিক কিশোর যুবক। এই যুবকরা বর্ষার সুময় মাঠে খেলতে না পেরে। সবাই মোবাইল ইন্টারনেটের উপর ঝুঁকে পড়ে। এ সুময় এরা দিনের বেশীর ভাগ সুময় মোবাইল দেখেই নষ্ট করে। এতে তাদের মন মানসিকতা অনেকটাই নষ্ট হচ্ছে। এবং এর খারাপ প্রভাব পরছে এদের লেখা পড়ার উপর।

পূর্বে অনেকেই শোলধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ উঁচু করার ঘোষণা দিলেও আজও তা বাস্তবায়নে রুপ ন্যায়নি। তাই আমি স্থানীয় মেম্বর,চেয়ারম্যান ও মাননীয় এমপি মহাদয়ের কাছে উল্লেখিত বিষয়ের উপর দৃষ্টি আকর্ষণ করছি। খুব শীঘ্রই যেন এই খেলার মাঠটি উঁচু করে দেওয়া হয়।


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button