খেলাধুলা
জাতীয় ফুটবল দলের ক্যাম্প স্থগিত

করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া সাত ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গেল ১০ আগস্ট দুই ধাপে ক্যাম্পে থাকা ৩০ ফুটবলারের নমুনা সংগ্রহ করা হয়। এরপর দুটি ভিন্ন প্রতিষ্ঠানে তা পরীক্ষা করা হয়। সেখান থেকেই সাত জনের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হয় বাফুফে। আক্রান্ত ফুটবলাররা হলেন এস এম বাবলু, রবিউল হাসান, ফয়সাল আহমেদ ফাহিম, টুটুল হোসেন বাদশা, শহিদুল আলম, আনিসুর রহমান জিকো ও বিশ্বনাথ ঘোষ।