জাতীয়সারা দেশ

‘নেশার’ টাকা জোগাতেই ফ্লাই ওভার এ রশি বেঁধে ছিনতাই

শেয়ার করুনঃ

চট্টগ্রামের উড়াল সড়কগুলোতে রশি বেঁধে ছিনতাইয়ের ঘটনায় আটক বেশিরভাগই কিশোর গ্যাংয়ের সদস্য। মূলত ড্যান্ডি নামে এক ধরনের নেশার টাকা জোগাড় করতেই অপরাধ করতো সমাজের সুবিধা বঞ্চিত কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ অবস্থায় উড়াল সড়কগুলোকে দ্রুত সিসিটিভি ক্যামেরার আত্ততায় আনার আশ্বাস দিয়েছে চট্টগ্রামের পুলিশ। ছিনতাইয়ের ঘটনায় র‌্যাব-পুলিশের অভিযানে আটক ৪৪ জনের মধ্যে বেশিরভাগই কিশোর।

ফেব্রুয়ারির পর থেকে নগরীর উড়ালসড়কগুলোতে বেড়ে যায় ছিনতাইয়ের ঘটনা। রশি বেঁধে আখতারুজ্জামান ফ্লাইওভার, বহদ্দারহাট ফ্লাইওভারে ছিনতাইয়ের ঘটনা ঘটাতো অপরাধ চক্রের সদস্যরা। এ ঘটনায় নগরজুড়ে তোলপাড় শুরু হলে অভিযানে নামে র‌্যাব ও পুলিশের সদস্যরা। টানা অভিযান চালিয়ে ৪৪ জনকে আটক করে। আটকদের মধ্যে বেশির ভাগই কিশোর।সিএমপি অতিরিক্ত উপকমিশনার আশিকুর রহমান বলেন, যারা ছিন্নমূল শিশু আছে, তারা নেশাতে অভ্যস্ত। পুরো ঘটনায় কিশোর গ্যাং জড়িত। এরা বিপথগামী। এ অবস্থায় উড়ালসড়কে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সিসিটিভির আওতায় আনতে কার্যক্রম শুরু করেছে পুলিশ।

সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী বলেন, সরকারের পক্ষ থেকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত।

ফ্রেব্রুয়ারির পর গত পাঁচ মাসে ঘটেছে ৪০টির বেশি ছিনতাইয়ের ঘটনা।


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button