বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ,পুলিশ সুপার জনাব রিফাত রহমান শামীম(মানিকগঞ্জ)
রিপোর্ট : মেহেদী হাসান

ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। দুর্ভোগ বাড়ছে মানুষের। অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে কোনোমতে দিন পার করছেন। পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্রসহ দেশের সব কটি নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।অথচ এই সময়ে মানুষের কোনো কাজকর্ম নেই। জমানো খাদ্য বা টাকা সবই শেষ। এই সময় বন্যা স্থায়ী হলে চরম বিপাকে পড়বে মানুষ।
সরজমিনে মানিকগঞ্জের দৌলতপুর থানাধীন চরকাটারী ইউনিয়ন ঘুরে দেখা গেসে বন্যার পানি বেড়ে যাওয়ায় এলকাবাসীকে ব্যাপক দূর্ভোগ পহাতে হচ্ছে। বিশেষ করে চরকাটারী ইউনিয়নের নিম্নাঞ্চলে বসবাসরত জনগন পানি বন্দি হয়ে পড়েছে।এই দুর্দিনে ১২/০৮/২০২০ (বুধবার)মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব রিফাত রহমান শামীম, পিপিএম মহোদয় দৌলতপুর থানাধীন চরকাটারী ইউনিয়নের বন্যা কবলিত মানুষের ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
বন্যায় কবলিত এলাকা গুলোতে মানূষের খাদ্যের পাশাপাশি পশু খাদ্যের ও ত্রিব্র সংকট দেখা দিয়েছে। করোনা ভাইরাস ও বর্তমানে বন্যায় পানি কারনে নিম্ন আয়ের ও মধ্যবিত্ত পরিবারের মানূষ কাজ কর্ম না থাকার কারনে তাদের কষ্টের শেষ নেই। মধ্যবিত্ত পরিবারের কয়েক জনের সাথে কথা বলে জানা গেসে (সিদ্দিক ৪৫) আমরা করোনার মধ্যে অনেক কষ্ট করে দিন চালাচ্ছি করোনা শেষ না হতে আবার এলো বন্যার পানি এখন কি করে সংসার চালাবো তা আল্লাহ জানে।
স্হানীয় কয়েক জন জনপ্রতিনিধিরা জানায় ইউনিয়নের বেশির ভাগ এলাকা বন্যার পানি প্রবেশ করায় সরকারি অনুদান দিতে গিয়ে কিছুটা হিমসিম খেতে হচ্ছে। তাই এলাকার পানি বন্দি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সাহায্যার্থে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিদের সাহায্য কামনা করছি।
রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪