
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে টাংগাইল এর নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগ।
শনিবার সকালে নাগরপুর উপজেলা এ অবস্থিত নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির
হুমায়ুন কবির বলছেন ‘একটা জাতি বেঁচে থাকতে হলে মনোবল দরকার। আর দরকার একটি উন্নত ইতিহাস ও একজন অসামান্য রাষ্ট্রনায়কের। এসব গুণাবলি ছিলো একজন মহানায়কের। তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়। সদ্য স্বাধীন দেশ কিভাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে সেসব পরিকল্পনাই তিনি করেছিলেন। দেশ পরিচালনায় বঙ্গবন্ধু ছিলেন একজন, সৎ, দক্ষ ও দূরদৃষ্টিসম্পন্ন রাজনৈতিক নেতা ও প্রশাসক।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: বাহারুল ইসলাম বাহার সম্মানিত সদস্য নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগ
তিনি বলেন, ‘বাংলার এই ভূখণ্ডে বঙ্গবন্ধুর মতো নেতা আর আসেনি। বঙ্গবন্ধু এমন একজন নেতা ও মহাপুরুষ যার সম্পর্কে কথা বলা ও মূল্যায়ন আমাদের পক্ষে সম্ভব নয়। তিনি না হলে, এই দেশ, এই পতাকা কিছুই আমরা পেতাম না।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গয়হাটা ইউনিয়নের আওয়ামি যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ মেহেদী হাসান ফারুক
আরো উপস্থিত ছিলেন নাগরপুর সদর উপজেলার জনাব লাবু, মিজানুর রহমান মিজান, যুবলীগ নেতা রাজিব, মজিবর এবং রুবেল সহ নাগরপুর উপজেলার প্রতিটা ইউনিয়নের যুবলীগের নেতৃবৃন্দ