
আজ শোকাবহ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী। ১৯৭৫ সালের বৃষ্টিঝরা শ্রাবণের এই দিনে বৃষ্টির বদলে ঝরেছিল রক্ত। বাংলার ৫৬ হাজার বর্গমাইলের মতো বিশাল জাতির পিতার বুক থেকে ঘাতকের বুলেটের আঘাতে রক্তগোলাপের মতো ঝরেছিল লাল রক্ত। কিন্তু তার অবিনশ্বর চেতনা ও আদর্শ ছিল মৃত্যুঞ্জয়ী। ঘাতকের সাধ্য ছিল না ইতিহাসের সেই মহানায়কের অস্তিত্বকে বিনাশ করা। বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী। রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে আজ পালিত হচ্ছে নাগরপুর উপজেলা পরিশোধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও শোক র্যালি।
উক্ত র্যালিতে উপস্থীত ছিলেন, বাবোর আল মামুন, সভাপতি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নাগরপুর উপজেলা শাখা, মোঃ ফারুক হোসেন সাধারণ সম্পাদক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নাগরপুর উপজেলা শাখা, মোঃ কাওছার মিয়া, সিনিয়র সহসভাপতি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দপ্তিয়র ইউনিয়ন শাখা ও অন্যান্য নেতৃবৃন্দ