জাতীয়সারা দেশ

নতুন নিয়ম কার্যকর করা হলো রেল ভ্রমণে বাংলাদেশ রেলওয়ে

বার্তা সম্পাদক:মেহেদী হাসান

শেয়ার করুনঃ

যার টিকিট তার ভ্রমণ রেলের নতুন এই নিয়মে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকেই টিকিট নিয়ে রেলস্টেশনে যাওয়ার পরও যেতে পারেননি গন্তব্যে। তবে রেলমন্ত্রী বলছেন, টিকিট বিক্রিতে কালোবাজারি রোধেই এ ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে, পর্যায়ক্রমে দেশের সব রুটে আন্তঃনগর ট্রেন চালুর লক্ষ্য নিয়ে নতুন করে যাত্রা শুরু করেছে আরও ১৩টি ট্রেন।

টাকা দিয়ে টিকিট কেটেও স্টেশনে ঢুকতে পারেননি যাত্রীরা।যাত্রীদের কাছে থাকা টিকিট পরিবারের অন্য কারও জাতীয় পরিচয়পত্র দিয়ে কেটে দেয়া। টিকিটে থাকা নাম আর যাত্রীর নামে গরমিল থাকায় ফেরত দেয়া হয় তাদের।

নতুন এই বিধিতে টিকিট হস্তান্তরকারীকে তিনমাসের কারাদণ্ড,সমপরিমান অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার নিয়ম করা হয়েছে। একইভাবে যাত্রীকেও জরিমানা স্বরূপ গুনতে হবে টিকিটের সমপরিমাণ অর্থদণ্ড।

করোনা সংকট মোকাবিলা করে ৩১ আগস্টের মধ্যে আন্তঃনগর সব ট্রেন চালুর লক্ষ্য নিয়ে প্রথম ধাপে ১৭টির পর দ্বিতীয় ধাপে রোববার চালু হয় আরও ১৩টি ট্রেন, যার পুরোটাই মিলবে অনলাইনে। এক আসন ফাঁকা রেখে বসানো হচ্ছে যাত্রী।


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button