জাতীয়সারা দেশস্বাস্থ্য

একদিনে ১০ জন করোনা রুগীর মৃত্যু কুমিল্লা মেডিকেলে

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরো ১০ জন মারা গেছেন। এ নিয়ে গত ৭২ দিনে মৃত্যুর সংখ্যা ৩৬১ জন পৌঁছাল। এ কয়েক দিনে প্রতিদিন গড়ে মৃত্যুর সংখ্যা প্রায় পাঁচ।

১৭ আগস্ট রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।

রোগীর স্বজনদের অভিযোগ, পর্যাপ্ত সেবা মিলছে না হাসপাতালটিতে।

অপর দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীরা মুমূর্ষু অবস্থায় পৌঁছালেই কেবল হাসপাতালে ভর্তি হন। ফলে তাদের আর কিছু করার থাকে না। বেশির ভাগ রোগী ভর্তিই হয় সংকটাপন্ন অবস্থায়।

কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান বলেন, ‘সংকটাপন্ন রোগীদের বাঁচানো যাচ্ছে না। জ্যেষ্ঠ চিকিৎসকদের পরামর্শে আমরা সেবা দিয়ে যাচ্ছি। আমাদের চেষ্টার সর্বোচ্চটা করছি।

গত জুন মাসে কুমিল্লা মেডিকেলে করোনা চিকিৎসা সেবা শুরু হয়।
রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button