বি‌নোদনসারা দেশ

বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম স্বাস্থ্যবিধি মেনে চালুর অপেক্ষায়

স্টাফ রিপোর্টার মোঃ শাহীন রেজা

শেয়ার করুনঃ

স্যানিটাইজিং, সাবান পানিতে হাত ধোয়ার ব্যবস্থা, জীবাণুনাশক স্প্রেসহ অভ্যন্তরীণ স্বাস্থ্যবিধির নানা ব্যবস্থা নিয়ে রেখেছেন সভারের বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম। ভেতরে সব প্রস্তুতি নিয়ে রাখলেও চালু করার জন্য শুধুমাত্র জেলা প্রশাসকের নির্দেশনার অপেক্ষায় রয়েছে বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম।

ফ্যান্টাসি কিংডম এর কর্তৃপক্ষ জানান, দীর্ঘ চার-পাঁচ মাস ফ্যান্টাসি কিংডম বন্ধ থাকায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। কর্মকর্তা-কর্মচারীসহ নিরাপত্তায় থাকা নিরাপত্তা কর্মীদের বেতন দিতেও বেগ পেতে হচ্ছে।

এ বিষয়ে ফ্যান্টাসি কিংডমের ব্যবস্থাপনা পরিচালক মুঞ্জুরুল আলম অাওয়ার বাংলা‌দেশ নিউজ টুয়েন্টি ফোরকে বলেন, আমরা করোনা কালের প্রথম দিক থেকেই পার্ক বন্ধ রেখেছি। কিন্তু এখনো সরকারি ভাবে কোনো নির্দেশনা আসেনি। তবে আমরা স্বাস্থ্যবিধি থেকে শুরু করে সরকারের সব নির্দেশেনা মেনে পার্ক খুলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি ৷

এ বিষয়ে সাভার উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নিপা। অাওয়ার বাংলা‌দেশ নিউজ টুয়েন্টি ফোরকে বলেন, আমরা কেন্দ্রীয় ভাবে বিনোদনকেন্দ্র খুলে দেওয়ার কোনো নির্দেশনা পাইনি। পেলে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button