খেলাধুলা

বার্সেলোনার নতুন কোচ কোম্যান বার্তেমেয়ো।

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

বার্সেলোনার সাবেক কিংবদন্তি ডিফেন্ডার রোনাল্ড কোম্যানই হচ্ছেন ক্লাবটির নতুন কোচ। এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন বার্সেলোনা ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেয়ো। এছাড়া বার্সেলোনায় কোম্যানের পরিকল্পনার মূলে মেসি থাকবেন বলে উল্লেখ করেছেন তিনি।

বার্তেমেয়ো জানিয়েছেন কোচ হবার বিষয়ে কোম্যানের সঙ্গে অনেকদূর এগিয়েছে আলোচনা , তবে এখনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হয়নি।

তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে আমরা কোম্যানকেই নতুন কোচ হিসেবে নিয়োগ দিচ্ছি। বার্সা ফ্যানদের চেনা এই কোচ দল এবং খেলোয়াড়দের নতুন প্রজেক্টে নেতৃত্ব দেবেন

গোটা মৌসুম জুড়েই মাঠ এবং মাঠের বাইরে অশান্তি লেগে ছিল ন্যু ক্যাম্পে। অবশেষে বায়ার্নের বিপক্ষে হার এবং ২০০৭-০৮ এর পর প্রথমবার ট্রফিহীন মৌসুম কাটানোর পর পরিবর্তনের জোয়ার এসেছে বার্সেলোনায়। বিদায় নিতে হয়েছে কোচ কিকে সেতিয়েন, স্পোর্টিং ডিরেক্টর আবিদালকেও।
রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button