সারা দেশ

ত্রাণ দিতে গিয়ে ব্রহ্মপুত্র নদীতে ডুবে নিখোঁজ শিক্ষার্থী

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

গাইবান্ধা সদরের কামারজানিতে ত্রাণ দিতে গিয়ে নৌকা থেকে পড়ে ব্রক্ষপুত্র নদে বোরহান উদ্দিন নিশাদ (২০) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

শুক্রবার ( ২১ আগস্ট) দুপুর ১ টার দিকে কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামে এ ঘটনা ঘটে।নিখোঁজ নিশাদ কামারজানি ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামের মতিউল আলমের ছেলে। সে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত।স্থানীয়রা জানান, গোঘাট গ্রামে ভাঙন কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেয় নিশাদ। এসময় নৌকা থেকে পড়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হন তিনি।

নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। কিন্তু বিকেল সোয়া ৫টা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন কামারজানি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালাম জাকির। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কামারজানির গোঘাট গ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙন ও বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণের আয়োজন করা হয়। নিশাদ তার সহপাঠীসহ অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে নৌকায় করে ত্রাণ বিতরণ করছিলো। এ সময় হঠাৎ করে নিশাদ নৌকা থেকে পড়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হয়।


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button