বেরোবি, রংপুর এ যুগোপযোগী সকল দাবী বাস্তবায়নের নেপথ্যে যিনি তিনি আমাদের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও স্যার।
স্টাফ রিপোর্টার মোঃ শাহীন রেজা

আধুনিকতা মানেই যে নিজের শিকর থেকে দূরে সরে যাওয়া, বিষয়টি যে তা নয় সেটি আমরা খুব ভালোভাবে অনুধাবন করতে পারি আমাদের মাননীয় উপাচার্য মহোদয়ের নেওয়া প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণের মাধ্যমে। গতকাল তিনি এরকমই আরেকটি কাজের নিদর্শন আমাদের সামনে উপস্থাপন করেছেন। বেরোবি কেন্দ্রীয় জামে মসজিদকে আধুনিকায়ন করা-যেটি ছিল সময়ের দাবি সেটি বাস্তবায়নের মাধ্যমে তিনি আবারও দুর্লভ দৃষ্টান্ত স্থাপন করলেন। স্যারের উদ্যোগে মুসুল্লিদের সুবিধার্থে সম্পূর্ণ মসজিদকে শীতাতপনিয়ন্ত্রিত এবং সম্প্রতি দুইটি প্রজেক্টর ও অনুবাদক যন্ত্র স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে বাংলা ভাষায় কোরআন ও হাদিসের আরবি বর্ননাগুলি দেখতে এবং সহজে বুঝতে পারবেন মুসল্লিগন। এছাড়াও দ্বিতীয় তলায় মুসুল্লিদের সুবিধার্থে নামাজ আদায় এর ব্যবস্থা করা হয়েছে।
এমন মহৎ উদ্যোগগুলোকে সাধুবাদ না জানিয়ে যারা শুধু সুযোগ খুঁজছে সমালোচনা ও কটুক্তি করার, তারা সর্বদায় তাদের কর্মকাণ্ডের মাধ্যমে নিচু মনমানসিকতার পরিচয় দিয়ে যাচ্ছে। স্যারের সর্বোত্তম মঙ্গল কামনা করে আমি আবারও স্যারকে এমন মহৎ উদ্যোগ গ্রহণের জন্য প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
লেখকঃ সাকিনা আক্তার সীমা, সেকশন অফিসার এবং প্রচার সম্পাদক, নবপ্রজন্ম কর্মকর্তা পরিষদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪