সবসারা দেশ

ঘিওরে ব্রিজ মেরামত ( চেয়ারম্যান টুটুল )

রিপোর্টার: নাহিদ শিকদার (ঘিওর)

শেয়ার করুনঃ

মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার সদর ইউনিয়নের বাজার হতে কুস্তা,নারচী,শ্রীধরনগর,শুলাকইড়া,বৃষ্টিপুর,খলসী,রাহাতাটি, জিয়ানপুর প্রভূতি গ্রামের একমাত্র যাতায়াতের মাধ্যম হচ্ছে কুস্তা লোহার ব্রিজ। সেই ব্রিজের কিছু অংশ ক্ষয় হয়ে ভেংগে যায়। যার ফলে প্রায় ১০ টি গ্রামের মানুষ চরম ভোগান্তির শিকার হয়।

তাদের এ ব্রিজ ছাড়া চলাচলের অন্য কোন রাস্তা না থাকায় তারা খুব ঝুঁকি নিয়ে এ ব্রিজ দিয়ে চলাচল করে। এতে করে প্রায়ই দূঘ’টনা ঘটে। এ বিষয়ে কুস্তা গ্রামের বাসিন্দা খায়ের মিয়া জনতার বিবেককে বলেন ‘ আমাগো ঘিওর বাজারসহ অন্যান্য জায়গায় যাওয়ার জন্য এ ব্রিজ ছাড়া অন্য কোন রাস্তা নেই। যার ফলে খুব ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। কিছুদিন আগে চেয়ারম্যান আইছিল কইচে তাড়াতাড়ি ঠিক কইরা দিব।

এ ব্যাপারে ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব অহিদুল ইসলাম টুটুল বলেন ব্রিজের কিছু অংশ ভেঙে গিয়েছে শুনে আমি ব্রিজটি পরিদর্শন করি এবং তাৎক্ষনিকভাবে আমি ব্রিজটির ভেঙে যাওয়া অংশ মেরামত করে জনগণের দূভো’গ দূর করার চেষ্টা করি। যাতে করে কোন দূঘ’টনা না ঘটে। এ রাস্তায় যাতায়াত করে ধান ব্যবসায়ী লোকমান মিয়া বলেন চেয়ারম্যান সাহেবকে অনেক ধন্যবাদ তিনি আমাদের যাতায়াতের ব্যাবস্থা করে দিয়েছেন। আমরা মনে করি জনাব অহিদুল ইসলাম টুটুল ভাই আসলেই জনতার চেয়ারম্যান,কারণ আমরা যেকোন সময়ে, যেকোন বিপদে আপদে তাকেই পাই।


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button