শিক্ষাসারা দেশ

ডিগ্রী ও মাস্টার্স পর্যায়ের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত কওমী মাদ্রাসার

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

কওমী মাদ্রাসার ডিগ্রী ও মাস্টার্স পর্যায়ের সকল পরীক্ষা সম্পন্ন করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে ।২৪ আগস্ট (সোমবার) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, স্কুল, কলেজ খুলে দেওয়া বা পিইসি, জেএসসি, এসএসসি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার আলোচনা চলছে।

শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা ও মাদরাসা এবং কারিগরি শিক্ষা বিভাগ তারা মোটামুটি আলোচনা করেছে। এইচএসসি বা অন্যান্য পরীক্ষা সেটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করছে। তারা দেখবে, দেখে কুইকলি একটা সিদ্ধান্ত নেবে।কিন্তু পরীক্ষার বিষয়ে ওনারা খুব স্ট্রংলি চিন্তা-ভাবনা করছেন, কীভাবে কী করা যায়।
রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button