সারা দেশ
ভাঙ্গনের মুখে মসজিদ , (জেলা :মানিকগঞ্জ উপজেলা : ঘিওর )
মো: উজ্জ্বল হোসেন রানা (ঘিওর উপজেলা প্রতিনিধি)

মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার একটি অবহেলিত গ্রাম হল বড় রামকান্তপুর।এটি ঘিওর উপজেলা থেকে ৩ কিলোমিটার দূরে।কিন্তু উন্নয়নের কোন ছোয়া এখনো পায়নি।এ গ্রামে প্রায় ২ হাজার লোকের বসবাস।এ গ্রামে স্কুল, কবরস্থান, ও মসজিদ রয়েছে। বিশেষ করে কবরস্থান ও মসজিদের অবস্থা ভয়াবহ।এ অবস্থায় জীবনের ঝুকি নিয়ে গ্রামের লোক নামাজ আদায় করে আসছেন।উপজেলা নির্বাহী অফিসার তা পরিদর্শন করেন।তবে এখনো পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
গ্রামবাসীরা দাবি করেন, যাতে অতি তাড়াতাড়ি মসজিদ ও কবরস্থানের নির্মাণ কাজ শুরু হয়।