সারা দেশ

ভেজাল বিরোধী অভিযান, কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা ( ঘিওর,মানিকগঞ্জ )

রিপোর্টার : নাহিদ শিকদার

শেয়ার করুনঃ

মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন দোকান,কারখানা ও ফার্মেসিকে নগদ টাকা জরিমানা করেন মোবাইল কোর্ট ও মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

এ সময় ঘিওর উপজেলার বিভিন্ন দোকান, বেকারি,কারখানা ও ফার্মেসিতে অভিযান পরিচালিত হয়। অভিযান কালে ঘিওর বাজারের নিজামের মিষ্টির দোকানে নোংরা ও অপরিস্কারভাবে মিষ্টি তৈরির জন্য নগদ ৫০০০/ টাকা জরিমানা করা হয়।এছাড়া আরও অভিযান করা হয় ঘোষ পাড়ার দীপক ঘোষের ছানা তৈরির কারখানায়।এখানে নোংরা পানি ও অসাস্থকর পরিবেশে ছানা তৈরির জন্য নগদ ৫০০০/ টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা এবং ফিজিশিয়ান স্যাম্পুল বিক্রির উদেশ্যে মোড়কে মূল্য লেখায় মৌসুমি ও এস.ডি ফামেসী’কে যথাক্রমে (৫০০০+৫০০০) =১০০০০/টাকা জরিমানা করা হয়। বিসমিল্লাহ বেকারিতে উৎপাদনকৃত পন্যের গায়ে মেয়াদের কোন লেভেল না থাকায় নগদ ১০০০০/ টাকা জরিমানা করা হয়। আরও জরিমানা করা হয় ঘিওর অয়েল মিল মালিককে তাদের কাজের অবহেলার জন্য। এ অভিযানে প্রসিকিউটর হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত্রর,মানিকগঞ্জের সহকারী পরিচালক জনাব আসাদুজ্জামান রুমেল ও ইন্সপেক্টর জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন দায়িত্ব পালন করেন।জনস্বার্থের এ ধরনের অভিযান আরো পরিচালিত হবে বলে জানান মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button