খেলাধুলা

বার্সেলোনা ছাড়ার কথা জানালেন লিওনেল মেসি

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

ক্লাব বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন লিওনেল মেসি। কি চমকে উঠলেন। হ্যাঁ, প্রিয় ক্লাব বার্সেলোনা ছাড়তে চেয়ে আনুষ্ঠনিকভাবে ক্লাব কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এমন খবরে গরম হয়ে উঠেছে বিশ্বের গণমাধ্যমগুলো। তবে, এ ব্যাপারে এখনো মুখ খোলেনি কাতালান ক্লাবটি। এদিকে, জোর গুঞ্জন বার্সেলোনা ছেড়ে মেসি পাড়ি জমাচ্ছেন পিএসজিতে।

স্প্যানিশ সাংবাদিক আলফ্রেদো মার্তিনেজ টুইটারে লিখেছেন, চলতি সপ্তাহে বার্সার তত্ত্বাবধানে করোনার পরীক্ষা করাবেন না মেসি। দলটির সঙ্গে প্রশিক্ষণেও যোগ দেবেন না তিনি। এটাই নাকি তার চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি আরও জানিয়েছেন, ইতোমধ্যে বার্সা একটি জরুরি বোর্ড সভাও নাকি ডেকেছে।

চমকপ্রদ বিষয় হলো, মেসির ক্লাব ছাড়তে চাওয়ার প্রতিবেদন প্রকাশের পর বার্সেলোনার প্রাক্তন অধিনায়ক কার্লোস পুয়োল একটি টুইট করেছেন, যা চায়ের কাপে ঝড় তুলতে বাধ্য। স্পেনের বিশ্বকাপজয়ী সাবেক তারকা লিখেছেন, লিও, তোমার প্রতি শ্রদ্ধা ও প্রশংসা। আমার সমস্ত সমর্থন থাকবে তোমার প্রতি, বন্ধু।

শুধু বায়ার্নের কাছে ৮-২ গোলের পরাজয়েই এমন বড় সিদ্ধান্ত নয়। নেইমারকে কিনতে না পারা, সাবেক কোচ কিকে সেতিয়েনের সঙ্গে খারাপ সম্পর্ক ও ক্লাব প্রেসিডেন্টের সব কিছু মেনে না নেয়া। মেসির বার্সা থেকে মন উঠে যাওয়ার কারণ। সরাসরি কোনোদিন কোনো গণমাধ্যমে মুখ ফুটে বার্সাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেনি মেসি। করবেন কি করে। মেসির সঙ্গে যে কাতালান ক্লাবটির আত্মার সম্পর্ক। জীবনের শেষ ম্যাচ এই ক্লাবের হয়েই খেলতে চান জানিয়েছিলেন। কিন্তু কি এমন হলো, যে কারণে নিতে হলো জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। গণমাধ্যমে জোর গুঞ্জণ মেসি যোগ দিচ্ছেন পিএসজিতে।

মেসির সঙ্গে এখনো এক বছরের চুক্তি আছে বার্সার। এই সময়ে কেউ মেসিকে কিনতে গেলে গুনতে হবে রেকর্ড সর্বোচ্চ ৬ শতাধিক মিলিয়ন ইউরো। এতো বড় আর্থিক মূল্যে কে কিনবে মেসিকে? সে নিয়েও আগামী দিন গুলোতে চলবে প্রতিযোগিতা। কারণ নামটা যে লিওনেল মেসি।
রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button