
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বরংগাইল নামক স্থানে এক অজ্ঞাত নারীর লাশ পাওয়া যায়। গতকাল বৃহস্পতিবার (২৭ শে আগষ্ট) সকালের দিকে পথচারীরা হাইওয়ের পাশে লাশটি দেখে পুলিশকে খবর দেয়।
খবর পাওয়ার পর বরংগাইল পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ আয়ুব আলী ঘটনাস্থলে পৌছান এবং লাশটি উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠান।এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন সকাল ১০ টার দিকে পথচারীদের কেউ একজন ফোন করে বলেন যে বরংগাইল হাইওয়ের পাশে একটি মরদেহ পড়ে আছে তাৎক্ষনিকভাবে আমরা সেখানে যাই এবং মরদেহটি পোস্টমোডের জন্য মানিকগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠাই।তবে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না এটি গাড়ি দূঘটনা বা হত্যা কিনা।পোস্টমোডেম রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে।তবে বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখছি।
রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪