সারা দেশ

নৌকা ভ্রমণে গিয়ে লাশ হয়ে ফিরল যুবক ( মানিকগঞ্জ )

রিপোর্টার : নাহিদ শিকদার

শেয়ার করুনঃ

মানিকগঞ্জ জেলার সদর উপজেলার ভাড়াই ভিকড়া গ্রামের আবদুল জলিল মিস্ত্রীর ছেলে আশিকুর রহমান (২৪)নৌকা ভ্রমণে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন। গতকাল শুক্রবার প্রায় ৩৬ ঘনটা পর নৌকা ডুবির স্থান থেকে প্রায় ১ কিলোমিটার দূরে কালিগঙ্গা নদীতে লাশটি ভেসে উঠে।

পরে লাশটি উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। উল্লেখ্য যে গত বুধবার (২৬শে আগষ্ট) সদর উপজেলার কয়েকটি গ্রামের ৭০/৮০ জনের একদল যুবক মোটরচালিত ইঞ্জিনে করে নৌকা ভ্রমণে বের হয়। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে আনুমানিক রাত সাড়ে সাতটার দিকে ধামরাই এসে দুই নদীর মাঝখানে এসে পা পিছলে দুই বন্ধু আশিক ও ডালিম পানিতে পড়ে যায়।

ডালিম সাতড়িয়ে প্রানে বেঁচে গেলেও আশিক নিখোঁজ হয়।পড়ে ফায়ারসার্ভিসের ডুবুরি দল খোঁজাখুজি করে কিন্তু খুঁজে পায়নি। অবশেষে গতকাল লাশটি ভেসে উঠে প্রায় ৩৬ ঘন্টা পর। তারপর লাশটি নিহতের বাসায় পৌছানো হয়। বাসায় নিহতদের সজনের আহাজারীতে আকাশ বাতাস ভারী হয়ে যায় ।গ্রামের বাসিন্দা আকবর আলী বলেন ছেলেটা খুব ভদ্র ও নরম প্রকৃতির ছিল।এ রকম দূঘ’টনা যেন আর কারও জীবনে না ঘটে।


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button