
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার টেপরি গ্রামের এক ৫ম শ্রেণির ছাত্রীকে একা পেয়ে পাশের বাড়ি আবদুল জব্বার রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় স্থানীয় লোকজন শিশুটির কান্নার শব্দ শুনে এগিয়ে আসে এবং হাতেনাতে ধরে ফেলে।
পরে রাত ১০ টার দিকে গ্রাম্য সালিস বৈঠকের মাধ্যমে স্থানীয় মেম্বার ও মাতব্বরা জব্বার মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করে মেয়ের মায়ের কাছ থেকে জোর করে সাক্ষর নেন।বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ খবর পায় এবং ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে জব্বারকে আটক করে। শিশুটিকে স্থাসথ্য পরিক্ষার জন্য মানিকগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠান। মেয়েটির মা বাদী হয়ে শিবালয় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।