জাতীয়সারা দেশ

১ সেপ্টেম্বর থেকে গন পরিবহন আগের ভাড়া কার্যকর

স্টাফ রিপোর্টার মোঃ শাহীন রেজা

শেয়ার করুনঃ

গাড়িতে পাশাপাশি সিটে দু-জন বসিয়ে ৬০ শতাংশ ভাড়া আর নয়। কিচ্ছু শর্ত সাপেক্ষে গণ পরিবহনের অতিরিক্ত ভাড়া প্রত্যাহার করা হয়েছে । আগামী কাল ১ সেপ্টেম্বর থেকে বাস আগের ভাড়ায় চলবে বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আরো বলেন,এই আইন সবাইকে অবশ্যই মানতে হবে।

গণ পরিবহনের যাত্রী, চালকসহ সংশ্লিষ্ট অবশ্যই মাস্ক পরতে হবে। ওবায়দুল কাদের বলেন, বাসে আসন সংখ্যার অতিরিক্ত কোন যাত্রী পরিবহন করা যাবে না। করলে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড হতে পারে। তাই সবাই এই আইন মেনে চলবেন। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাবেন এবং ট্রিপের শুরু ও শেষে যানবাহন অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে।

এর আগে করোনা ভাইরাসের কারনে ৩১ মে থেকে আন্তঃজেলাসহ সব বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। আগামীকাল সেই প্রজ্ঞাপন জারি শেষ হবে।


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button