
করোনার কারণে ৩১ মে থেকে আন্তঃজেলাসহ সব বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল তা বাতিল হয়েছে। আজ থেকে যত আসন তত যাত্রী এই নিয়মে চলছে গণপরিবহন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে বাস মিনিবাসসহ দূরপাল্লার বাসে পুরনো ভাড়ায় যাতায়াত করতে দেখা যায় যাত্রীদের। প্রতিটি বাসেই ছিল পর্যাপ্ত সংখ্যক যাত্রী, কোথাও অতিরিক্ত যাত্রী পরিবহনের চিত্র দেখা যায় নি।
পূর্বের ভাড়ায় ফিরে যাওয়ায় যাত্রীদের যেমন কোনো অভিযোগ ছিল না, তেমনি চালক, হেল্পার কিংবা যাত্রী কারও মাঝেই ছিল না স্বাস্থ্য বিধি মানার কোনো বালাই। মাস্ক, সামাজিক দূরত্ব, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারেরও ছিল না কোনো বালাই। যে যার মত অবাধে যাতায়াত করছে।
গণ পরিবহনের যাত্রী, চালকসহ সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। ওবায়দুল কাদের বলেন, বাসে আসন সংখ্যার অতিরিক্ত কোন যাত্রী পরিবহন করা যাবে না।ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন এই আইন সবাইকে অবশ্যই মানতে হবে।
রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪