বি‌নোদন

বসবাসের জন্য বাড়ি তৈরি করে দিলেন সালমান খান

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

সবসময় বিপর্যয়ে দুর্গত মানুষের পাশে যিনি থাকেন, তিনি আর কেউ নন বলিউড সুপারস্টার সালমান খান। বরাবরের মতো এবারও তিনি দুর্গতদের জন্য সাহায্যর হাত বাড়িয়েছেন। মহারাষ্ট্রের খিরদারপুর গ্রামের বন্যাদুর্গতদের জন্য নিজের টাকায় ৭০টি বাড়ি বানিয়ে দিয়েছেন।

সম্প্রতি তার এসব কর্মকাণ্ডের বিষয়ে টুইট করে বিস্তারিত জানালেন ভারতের মহারাষ্ট্রের মন্ত্রী রাজেন্দ্র পাতিল ইয়াদরাভকরের। তিনি জানান, বন্যাদুর্গতদের জন্য সালমানের টাকায় ইতিমধ্যে ৭০টি বাড়ি তৈরি হয়ে গেছে।

খিরদারপুর গ্রামটি গত বছরও বন্যায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন দুর্গতদের সাহায্যের করেছিলেন সালমান খান। শুধু তাই নয়, গ্রামটির মানুষের যেকোনো ধরণের বিপদে সাহায্য করেন এই তারকা। এমনটিই জানান মহারাষ্ট্রের এই মন্ত্রী।

বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামটির বহু বাড়িঘর পানিতে ভেসে গেছে। সেটা জানার পর কাজ শুরু করেছেন সালামনের তার স্বেচ্ছাসেবী সংগঠন বিয়িং হিউম্যান।
রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button