
২০২০-২০২১ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় এবং উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদের পুকুর ও ধলেশ্বরী মরা নদীতে ২৮৬ কেজি রুই জাতীয় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।
পোনা মাছ অবমুক্তকরণ-এর উদ্বোধন করেন ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ শামীম, কাজী মাহেলা, উপজেলা কৃষি অফিসার শেখ বিপুল হোসেন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: জসিম উদ্দিনসহ উপজেলা পরিশোধের কর্মকর্তা কর্মচারিবৃন্দ।