আন্তর্জাতিক

নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাকারের কবলে

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

হ্যাকারের কবলে পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট।হ্যাক করার পর বৃহস্পতিবার ভোরে ওই অ্যাকাউন্ট থেকে বেশ কিছু টুইট করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান চাওয়া হয়। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, টুইটার কর্তৃপক্ষও মোদির অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তারা এই ধরনের কর্মকাণ্ডের বিষয়ে অবহিত এবং মোদির অ্যাকাউন্ট নিরাপদ রাখতে এরইমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।

গত জুলাই মাসে বিশ্বজুড়ে সুপরিচিত বেশ কয়েকজন ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হবার পরে মোদির অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা ঘটল।

জুলাই মাসে যাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল তাদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জো বাইডেন এবং টেক বিলিয়নিয়ার এলন মাস্ক।

টুইটারের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, নরেন্দ্র মোদির অ্যাকাউন্ট হ্যাক হবার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পরে মোদির অ্যাকাউন্ট থেকে এসব টু্‌ইট সরিয়ে নেয়া হয়েছে।
সূত্র : বিবিসি


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button