ইসলামখেলাধুলা

আরও এক মৌসুম বার্সেলোনাতেই থাকছেন মেসি

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বার্সেলোনা ছাড়ার ইচ্ছে প্রকাশ করেন লিওনেল মেসি। এদিকে, মেসিকে ছাড়তে চায় না বার্সেলোনা। মেসির বার্সা ছাড়ার খবর প্রকাশ হতেই ইউরোপের সেরা ক্লাবগুলি মেসিকে দলে টানতে আসরে নামে। জল্পনা শুরু হয়ে যায়। মেসি-বার্সা পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা কাটছিল না। আর্জেন্টাইন তারকা নু ক্যাম্প ছেড়ে চলে যাচ্ছেন কিনা বিষয়টা পরিষ্কার ছিল না।

শোনা যাচ্ছিল, ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন তিনি। ফ্রি ট্র্যান্সফারের দাবি নিয়ে বুধবার বার্সা সভাপতির সঙ্গে দেখা করেন আর্জেন্টাইন তারকার বাবা হোর্হে মেসি। কিন্তু, তাতে সম্মতি জানায়নি কাতালান ক্লাবটি। তারা জানিয়ে দেয়, চুক্তি শেষ হওয়ার আগে ক্লাব ছাড়তে চাইলে, বাইআউট ক্লজের ৭০০ মিলিয়ন ইউরো পরিশোধ করতেই হবে।
এদিকে ২০২১ সালেই মেসির বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে। নতুন করে হয়তো আর চুক্তি করবে না কাতালান কাবের সঙ্গে । তাই একটা মৌশুম অর্থাৎ ২০২০-২১ মৌশুমে মেসি বার্সেলোনাতেই থাকছেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্তত মেসির বাবার বক্তব্য থেকে। বাকিটা অবশ্য সময় বলবে।
রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button