
যুক্তরাষ্ট্র থেকে বুধবার (০২ সেপ্টেম্বর) ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় ফিরেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ওঠেন বনানীর নিজ বাসায়।
শনিবার (০৫ সেপ্টেম্বর) থেকে বিকেএসপিতে ৪ থেকে ৫ সপ্তাহ নিবিড় অনুশীলন করবেন তিনি।
যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজে ঢাকা আসার আগে তিনি করোনা টেস্ট দিয়েই বিমানে উঠেছেন। তবে বিকেএসপিতে অনুশীলনে যাবার আগে নতুন করে করোনা টেস্ট করার নিয়ম থাকায় তিনি বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ফের করোনার পরীক্ষা করাতে দেন।
করোনার সেই রিপোর্টটি হাতে পেয়েছেন সাকিব আল হাসান। আজ (শুক্রবার) বিকেল পাঁচটার দিকে রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে বলে নিশ্চিত করেছে সাকিবের ঘনিষ্ঠ এক সূত্র।
রিপোর্টে যেহেতু খারাপ কিছু আসেনি, তাই অনুশীলনে যোগ দিতে আর কোনো ঝামেলা নেই সাকিবের। ৫ সেপ্টেম্বর শনিবার বিকেএসপি যাবেন তিনি। সেখানে ৪ থেকে ৫ সপ্তাহ নিবিড় অনুশীলন করবেন।