আন্তর্জাতিক

ভারতকে এক ইঞ্চি জমিও ছাড় দেয়া হবে না বেইজিং

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

উত্তেজনা কমাতে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর বৈঠকে তেমন সুফল আসেনি। এক ইঞ্চি জমিও না ছাড়ার ঘোষণা দিয়ে উত্তেজনা বাড়িয়ে তোলায় ভারতকে দোষারোপ করেছে চীন। খবর আনন্দবাজার পত্রিকার।

শনিবার এক সরকারি বিবৃতিতে চীন জানিয়েছে, সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার কারণ ও বাস্তবতা দু’টিই খুব স্পষ্ট। এই উত্তেজনা সৃষ্টি, জিইয়ে রাখা ও বাড়িয়ে তোলার জন্য ভারতই পুরোপুরি ভাবে দায়ী।

খবরে বলা হয়, এক ইঞ্চি জমিও ছাড়বে না জানিয়ে চীন জানায়, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা বজায় রাখতে চীনের সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ, সক্ষম ও আত্মবিশ্বাসী। চীন সরকারের এই বিবৃতির পর ভারতীয় প্রতিরক্ষামন্ত্রণালয়ও পাল্টা বিবৃতিতে দিয়েছে। এতে বলা হয়, বিপুল সেনা সমাবেশ, আগ্রাসী মনোভাব ও স্থিতাবস্থা ভেঙে দেয়ার ব্যাপারে চীনের তৎপরতা দ্বিপাক্ষিক চুক্তির শর্তগুলো পুরোপুরি লঙ্ঘন করছে।

সীমান্ত উত্তেজনা নিরসনে শুক্রবার রাশিয়ার মস্কোয় চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফংহ-র সঙ্গে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ২ ঘণ্টা ২০ মিনিটের বৈঠকে করেন। ‘সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন’ এর সম্মেলনে অংশ নিতে দু’জনই মস্কোতে গেছেন। সম্মেলনের ফাঁকে শুক্রবার দিনের শেষভাগে এই দুই নেতা নিজেদের সীমান্তের বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। বৈঠক শেষে উত্তেজনা হ্রাসে বেইজিংয়ের সঙ্গে নয়াদিল্লি কাজ করতে রাজি হয়েছে বলে জানানো হয়।

রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button