অর্থনী‌তিজাতীয়সারা দেশ

সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশসহ বিশ্বজুড়ে ব্যাংকগুলোতে সতর্কতা জারি

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

সাইবার হামলার মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাংক থেকে অর্থ চুরি হতে পারে এমন সতর্কতা জারি করেছে একাধিক মার্কিন গোয়েন্দা সংস্থা। উত্তর কোরিয়ার সরকারের সঙ্গে যুক্ত এই হ্যাকাররা এটিএম বুথ ও ভুয়া লেনদেনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছে এমন তথ্য জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।সতর্ক বার্তায় তারা জানিয়েছে, হ্যাকাররা অত্যন্ত সংগঠিত। তারা সুশৃঙ্খলভাবে সাইবার হামলা চালাতে পারে।

ব্যাংকে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সতর্কতায় বলা হয়, ২০১৬ সালে যেভাবে সাইবার হামলা করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করা হয়েছিল, সেইভাবে আবার সাইবার হামলা হওয়ার আশঙ্কা করা হচ্ছে। উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ এই হামলা চালাতে পারে। ফলে অনেক ব্যাংক অনলাইন ব্যাংকিং সেবা সীমিত করেছে।

কোনো ব্যাংক অন্য ব্যাংকের গ্রাহকদের এটিএম থেকে টাকা উত্তোলন করতে দিচ্ছে না। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও এ ব্যাপারে নজরদারি করা হচ্ছে। গত সপ্তাহে দেশের আর্থিক খাতের অনলাইন সিস্টেমে একটি ম্যালওয়্যার সফটওয়্যার বা ভাইরাসের সন্ধান পায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল -বিসিসি।

রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button