
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে তদন্ত কমিটি। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও সরকারের যুগ্ম-সচিব মোহাম্মদ মিজানুর রহমান সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান। তার সঙ্গে রয়েছেন কমিটির সদস্য সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ মিজানুর রহমান।
এরপর ব্রিফিংয়ে তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমান জানান, সিনহা নিহতের ঘটনায় ৬৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানান, সব দিক পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার চেষ্টা করে সুপারিশমালা তৈরি করা হয়েছে।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিনহা নিহতের ঘটনা দুঃখজনক। দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এসময় তদন্ত কমিটির সুপারিশগুলো বাস্তাবায়ন করা হবে বলেও জানান মন্ত্রী।
রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪