
ট্রেন যাত্রীদের দুর্ভোগ কমাতে এবং ট্রেনে ভ্রমণ প্রিয় মানুষের জন্য আগামী ১৬ ই সেপ্টেম্বরের মধ্যে পর্যায়ক্রমে আরও ৮৪টি ট্রেন পুনরায় চালু হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে করোনা ভাইরাসের কারণে সব ধরনের ট্রেন বন্ধ করে দেওয়া হয়। আবার এখন ২১৮টি ট্রেন চালু করা হবে। বাকি আরও ১৪৪ টি মেইল ও লোকাল ট্রেনও পর্যায়ক্রমে চালু করা হবে।
প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে চলতি বছরের ২৪ মার্চ বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। দুই মাস পর ৩১ মে থেকে সীমিত পরিসরে কয়েকটি ট্রেন চালু করা হয়। তারপর থেকে পর্যায়ক্রমে বাকি ট্রেনগুলো চালু করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে বর্তমানে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলছে ট্রেনগুলো।
রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪