
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে যে ৩৭ জন দগ্ধ হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে এখই পাঁচ লাখ টাকা করে দিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার রিট শুনানিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার।
এদিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা জানান, এ বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাঁচ লাখ টাকা করে দেয়ার আদেশ স্থগিত চাইবে রাষ্ট্রপক্ষ।
আদালত বলেছে, আদেশের কপি হাতে পাওয়ার সাত দিনের মধ্যে তিতাসকে এই অর্থ পরিশোধ করতে হবে।
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ার আবেদন করে আদালত জনস্বার্থে রিট করেছিলেন নারায়ণগঞ্জের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মার-ই-য়াম খন্দকার।
নারায়ণগঞ্জে বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার আবেদন জানিয়ে এই রিটটি করা হয়।
মাটি খুঁড়ে গ্যাসের লাইনে সমস্যা চিহ্নিত করার জন্য সোমবার থেকে শুরু হওয়া কাজ আজও অব্যাহত রয়েছে।