Uncategorized

অপরিকল্পিতভাবে মসজিদ নির্মাণে নারায়ণগঞ্জের দুর্ঘটনা ঘটেছে : প্রধানমন্ত্রী

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

অননুমোদিত ও অপরিকল্পিতভাবে নারায়ণগঞ্জের বায়তুল সালাত মসজিদ নির্মাণ করা হয়েছে। সেকারণেই ঘটেছে দুর্ঘটনা। ভবিষ্যতে নিয়ম মেনে সব ধরনের স্থাপনা করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার দুপুরে সংসদে তিনি এ আহ্বান জানান।

চলতি সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সবাই মিলে করোনা দুর্যোগ মোকাবেলা করছে। সেকারণেই মৃত্যুর হার বাংলাদেশে এখনও অনেক কম।

শেখ হাসিনা বলেন, করোনার ভ্যাক্সিন পৃথিবীর যেই দেশই প্রথম আবিষ্কার করবে, তাদের কাছে থেকে ভ্যাক্সিন কিনবে সরকার। সেই ব্যবস্থাও নেয়া হয়েছে। সংসদে বিরোধী দলের করা বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের উত্তরও দেন তিনি।

এসময় নারায়ণগঞ্জের বায়তুস সালাত মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন ও দু:খ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button