সারা দেশ

উদ্ধার হলো কোটি টাকার কষ্টিপাথর-গ্রেফতার ১

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

নীলফামারীর সৈয়দপুরে প্রায় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরে তৈরি শিল্পকর্মের ভাঙ্গা অংশ জব্দসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোহাম্মদ রেজানুর রহমান।

এর আগে গত সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কের চৌমুহনী বাজার মোড় থেকে ওই কষ্টিপাথরটি জব্দসহ চোরাকারবারি রওশন সরকারকে গ্রেফতার করা হয়।

চোরাকারবারিরা ডিবি’র উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে চোরাকারবারি দলের সদস্য রওশন সরকারকে আটক করে তার হাতে থাকা একটি ব্যাগে লুঙ্গি দিয়ে মোড়ানো মূল্যবান কষ্টিপাথরের তৈরি শিল্পকর্মের ভাঙ্গা অংশ জব্দ করা হয়। জব্দকৃত ওই শিল্পকর্মের ভাঙ্গা অংশে ফুল ও হাঁসের চিত্রকর্ম রয়েছে। ৩ দশমিক ৩৮৩ কেজি ওজনের কষ্টিপাথরটির এক প্রান্তের দৈর্ঘ্য ৭ ইঞ্চি অপর প্রান্তের দৈর্ঘ্য ৫ দশমিক ৫০ ইঞ্চি এবং প্রস্ত ৬ ইঞ্চি।

নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত কষ্টিপাথরটি জেলা জুয়েলার্স সমিতির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এটি একটি মূল্যবান কষ্টিপাথর। যার বাজার মূল্য ৯২ লক্ষ ২৫ হাজার টাকা। এ ঘটনায় রওশন সরকারসহ পাঁচ জনের বিরুদ্ধে মঙ্গলবার সৈয়দপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(১)এ(২)/২৫-ডি ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button